চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিন দিনের জ্বরে মারা গেলেন কলসিন্দুরের সাবিনা

অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল একদিন বাদেই। তার আগে মৃত্যুর কাছে হেরে গেলেন কলসিন্দুরের মেয়ে সাবিনা ইয়াসমিন। তার সতীর্থ মাহমুদা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, তিন দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি।

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দলে সাবিনা ছিলেন না। প্রস্তুতি ক্যাম্পে অংশ নিলেও শেষ মুহূর্তে মূল দল থেকে বাদ পড়েন। বুধবার আবার তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘ওর তিনদিন ধরে জ্বর। ওর মা বাজার থেকে ওষুধ এনে খাওয়ালেও কমছিল না। পরে আজ হাসপাতালে নেয়ার পথে রাস্তায়ই মারা যায়,’ কাঁদতে কাঁদতে সতীর্থ, বান্ধবীর কথা বলছিলেন মাহমুদা।

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল দিয়ে জাতীয় পর্যায়ে  উঠে আসে কলসিন্দুরের বেশ কয়েকজন মেয়ে। ২০১৫ এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপ ফুটবলে জয়ী বাংলাদেশ দলের খেলোয়াড় ছিলেন সাবিনা। গত ১৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব ১৫ ক্যাম্প থেকে ছুটিতে গ্রামের বাড়ি দক্ষিণ রানীপুরে যান তিনি।

২০১১ ও ২০১২ সালে জেলা পর্যায়ে বিজয়ী হলেও জাতীয় পর্যায়ে হেরে যাওয়া কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরবর্তী সময়ে অদম্য হয়ে ওঠে। ২০১৩ সাল থেকে টানা তিনবার বঙ্গমাতা গোল্ডকাপে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে দলটি। স্কুলটির হয়ে ২০১১ থেকে ২০১৪ সালের বঙ্গমাতা গোল্ডকাপ খেলা ১৮ জন মেয়ে ময়মনসিংহ জেলা নারী ফুটবল দলের সদস্য।