চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জাতীয় ঐক্য গড়তে না পারা সরকারের ব্যর্থতা: ফখরুল

দেশের এই সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্য গড়তে না পারা সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রয়াত কাজী জাফর আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি (কাজী জাফর)।

মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে বিএনপির দেয়া ঐক্যের প্রস্তাব বুঝতে সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু সরকার ব্যর্থ হলেও জনগণের সঙ্গে ঐক্য করে বিএনপি রোহিঙ্গা সংকট সমাধান করবে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিএনপি জাতীয় ঐক্যের ডাকে বিএনপি পিছপা হবে না।’

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে ঐক্য হবে কি করে? বিএনপি তো সত্যিকার অর্থে একটি জনপ্রিয় ও দেশপ্রেমিক রাজনৈতিক দল। কোনও কিছুর বিনিময়ে বিএনপি নিজের দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেবে না’।

তিনি বলেন, ‘এর আগেও রোহিঙ্গারা বিভিন্ন প্রেক্ষাপটে দু’বার বাংলাদেশে প্রবেশ করেছিলো। তখন তৎকালীন সরকার প্রধান হিসেবে জিয়াউর রহমান এবং পরবর্তীকালে খালেদা জিয়া তাদের আশ্রয় দিয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছিলেন। এবারও বিএনপি চেয়ারপারসন লন্ডন থেকে দেয়া বিবৃতিতে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পরবর্তীতে ফেরত পাঠানোর কথা বলেছেন।’

এই বিষয়গুলো উপলব্ধি করতে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত রোহিঙ্গা হত্যাকাণ্ডকে কেন গণহত্যা বলেননি? কেন মিয়ানমারের কর্মকাণ্ডের নিন্দা জানাননি? দেখেই বোঝা যায় এখনও সেই বশংবদ রাজনীতিতে আছেন। এখনও আপনারা ভয় পান যে মিয়ানমারকে যারা সমর্থন দিচ্ছে তারা যদি বিরাগভাজন হয়ে যান! এখানেই পার্থক্যটা।’

এসময় গণহত্যা বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, জাতীয় গণতান্ত্রিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেহেনা প্রধান প্রমুখ।