চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জলাবদ্ধতায় বিপর্যস্ত রাজধানীর পূর্ব বাড্ডার মানুষ

প্রায় পাঁচ বছর ধরে জলাবদ্ধতা আর খানাখন্দের কারণে বিপর্যস্ত পূর্ব বাড্ডার বাসিন্দারা। কাদা জলের নিত্য দুর্ভোগে নাভিশ্বাসে এলাকাবাসী। অবশ্য সিটি কর্পোরেশন বলছে, আগামী তিন মাসের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার কবরস্থান হয়ে খালপাড় যাওয়ার রাস্তা বছর দুয়েক আগে মেরামত করা হলেও এখন খানাখন্দে ভরা। পাশের রূপনগর সড়কেরও একই অবস্থা।

এছাড়া সাহাবুদ্দিন সড়কেও একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় পানি যেতে দীর্ঘ সময় লাগে।

সদ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় এসেছে পূর্ব বাড্ডা। এসব এলাকার উন্নয়নে নতুন জোন গঠনের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। জনগণের কল্যাণের কথা বিবেচনা করে দ্রুত এই সড়ক সংস্কার হবে সেই প্রত্যাশা এলাকাবাসীর।