চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ছাত্রীদের ওপর হামলার ঘটনায় আইএইচটি ক্যাম্পাস বন্ধ ঘোষণা

রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ক্যাম্পাসে ছাত্রীদের ওপর হামলায় ৩ ছাত্রী আহত হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা হয়রানি বন্ধ ও নিরাপত্তার দাবিতে আইএইচটি প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অবরুদ্ধ করে আন্দোলন করার সময় বুধবার সকাল ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়: ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা হয়রানি বন্ধ ও নিরাপত্তার দাবিতে আইএইচটি’র ছাত্রীরা সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে অবরুদ্ধ করে। সেসময় ছাত্রলীগের একটি অংশ ছাত্রীদের পাশেই অবস্থান নেয়। পরে পুলিশ আন্দোলনরত ছাত্রীদের অধ্যক্ষের কক্ষ থেকে বের করে আনার সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আহত ছাত্রীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।