চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ছবিতে ছুটির দিনে একুশে বইমেলা

‘অমর একুশে গ্রন্থমেলা’র আজ তৃতীয় দিন। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে বইপ্রেমী মানুষের ভীড়ে জমে উঠেছে প্রাণের একুশে বইমেলা। গত দুই দিনের তুলনায় আজ তৃতীয় দিনে মেলা ছিল আরো বেশি লেখক-পাঠকের পদচারণা মূখর।

শুক্রবার সকাল থেকে শিশুদের জন্য বিশেষ সংরক্ষিত সময়ে শিশুদের নিয়ে অভিভাবকগণ মেলায় ভিড় করেছেন। তৃতীয় দিনেই প্রাণ পাওয়া বইমেলার স্টলগুলোও সাজিয়ে তোলা হয়েছে নতুন নতুন বইয়ে। লেখকদের অটোগ্রাফ দেওয়ার মাঝেই  বিক্রেতা-পাঠকদের বেচা কেনা চলেছে।

চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় দেখুন মেলার তৃতীয় দিনের কিছু খণ্ডচিত্র: 

বইমেলায়, প্রাণের মেলায় এসেছে পিতা-পুত্র

 

পিতার কাঁধে চড়ে বইমেলায় ঘুরছে সন্তান

 

বেলা সাড়ে এগারোটায় হলো খুদে লেখক অলীন বাসারের তৃতীয় পুস্তক ‘ভুতুম’এর মোড়ক উন্মোচন

 

খুদে পাঠক মাহিবা, সে প্রতিদিন বইমেলায় আসতে চায়। সে বলে, ‘আমি অনেকগুলো বই কিনবো।’

 

পাঠক বই এর সম্ভার থেকে বেছে নিচ্ছেন নিজের পছন্দের বইটি

 

শুধু বই-ই নয়, চাই প্রিয় লেখকের অটোগ্রাফও

 

চলছে ‘সেলফিকাণ্ড’

 

বইমেলার ভেতরে ও বাহিরে রয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয়