চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চ্যানেল আই কার্যালয়ে গুসি পিস প্রাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারি গুসি

ঢাকায় এসেছেন কল্যাণমুখি কাজের স্বীকৃতি দেওয়া ফিলিপিনভিত্তিক সংগঠন গুসি পিস প্রাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারি গুসি। বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করছে এমন মানুষের খোঁজ করার পাশাপাশি প্রাক্তন গুসি পিস প্রাইজ লরিয়েট শাইখ সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে  চ্যানেল আই কার্যালয়ে আসেন  তিনি।

রোববার বিকেলে চ্যানেল আই কার্যালয়ে এলে তাকে স্বাগত জানান কৃষি ও গণমাধ্যম ব্যাক্তিত্ব শাইখ সিরাজ।

ব্যারি গুসি বলেন, বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যারা মানুষের কল্যাণে নিভৃতে নিজেদের নিয়োজিত করেছেন। এমন মানুষদের সম্মানিত করার ইচ্ছার কথা জানিয়ে গুসি পিস প্রাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারী গুসি প্রাইজ সম্পর্কে বলেন, আমরা প্রতিবছর কিছু মানুষকে কল্যাণমুখি ও শান্তির পথে কাজ করার জন্য সম্মানিত করে থাকি। সেই মানুষগুলোকেই খুঁজি যারা শুধু পরিচিত নন বরং কিছু অর্জনও করেছেন। বাংলাদেশের কৃষি উন্নয়নে যেমনটা করছেন শাইখ সিরাজ।

মানুষের প্রয়োজনের কথাটুকু মাথায় রেখে উন্নয়ন ও শান্তির পক্ষে কাজ করা সেই মানুষগুলোকে সম্মানিত করতে পারা শুধু ফিলিপিনের মানুষের জন্যই নয় বরং পুরো দুনিয়ার মানুষের জন্যই গর্বের।