চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

চীনে আঘাত করতে পারে এমন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত

‘‌অগ্নি’‌ পরিবারের সবচেয়ে আধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ভারত। ওড়িশার কালাম দ্বীপ থেকে সোমবার অগ্নি-৫ নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে দেশটির ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

সম্প্রতি মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর)-এর সদস্য হওয়ার পর এই প্রথম দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ১৭ মিটার এবং ওজন ৫০ টন। এটি দেড় হাজার কেজি ওয়ারহেড বহন করতে পারবে।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটির আঘাত হানার ক্ষমতাও অনেক বেশি। ওড়িশা থেকে অগ্নি-৫ উৎক্ষেপণ করলে উত্তর চীনে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে অনায়াসে আঘাত হানতে পারে।

সাড়ে ৫ হাজার কিলোমিটার দুরেও তা আঘাত হানতে পারবে, যার আওতায় রয়েছে পাকিস্তান, চীন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ। ভারতের আগের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর লক্ষ্য ছিল পশ্চিম চীন বা পাকিস্তান।

অগ্নি-৫ ছাড়াও ভারতের তূণে অগ্নি ১, ২, ৩, ও ৪-এর মতো ক্ষেপণাস্ত্র এবং ব্রাহ্মসের মতো জাহাজ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে। ১৯৮৯ সালে প্রথম অগ্নি-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত।