চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উৎপাদনে যেতে পারেনি কুষ্টিয়ার প্রায় ৬০ ভাগ চালকল

পুঁজি ও শ্রমিক সংকটের কারণে এ বছর কুষ্টিয়ার খাজানগর মোকামের ৬০ ভাগ চালকল উৎপাদনে যেতে পারেনি। এছাড়া প্রতিকূল আবহাওয়ায় আরও বিপর্যয়ে পড়ছেন মিল মালিক ও শ্রমিকরা।

মিল মালিকরা বলছেন, গত বছরের চেয়ে বেশি দাম দিয়েও বাজারে পর্যাপ্ত ধান পাওয়া যাচ্ছে না। চাতাল বন্ধ থাকাে এবং প্রায় প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে কর্মহীন হয়ে পড়েছে মিল ও চাতাল শ্রমিকরা। তারাও পড়েছেন অর্থ সংকটে।

চালের সামগ্রিক এই প্রভাব বাজারের ওপর পড়তে পারে বলে আশঙ্কা করছে মিল মালিকরা।