চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গ্রাহক নিরাপত্তা শঙ্কায় কয়েকশ’ অ্যাপ সরিয়ে নিচ্ছে অ্যাপেল

অ্যাপেল তার অ্যাপ স্টোর থেকে কয়েকশ’ অ্যাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরিয়ে ফেলা অ্যাপে চীনা গোপন সফটওয়্যারের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

গোপন সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই ব্যবহারকারীর ইমেল ঠিকানার মতো গোপন তথ্য যে কেউ সংগ্রহ করে নেওয়া সম্ভব বলে জানানো হয়েছে।

মোবাইল ফোন ব্যবহারকারীরা বিভিন্ন প্রয়োজন অনুযায়ী অ্যাপ স্টোর থেকে নামিয়ে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকেন। এর অনেক সফটওয়্যার ফোন নির্মাতা প্রতিষ্ঠানের বাইরে, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে।

অ্যাপেল জানিয়েছে, ইয়োমি নামের একটি বিজ্ঞাপনী সংস্থা এসব সফটওয়্যার সরবরাহ করেছে। এর মাধ্যমে অনুমতি ছাড়াই অ্যাপল অ্যাপ স্টোর ব্যবহারকারী গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি অ্যাপলের নিয়মভঙ্গ করেছে।