চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘গোপন বৈঠকে’ বাংলাদেশ সফর বয়কটের সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ার সিনিয়র ক্রিকেটাররা গোপনে বৈঠক ডেকে বাংলাদেশ সফর না করার সিদ্ধান্ত নিয়েছেন।

‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকোলসনের সঙ্গে গোপনে সোমবার সকালে বৈঠকে বসেন। সেখানে তারা বাংলাদেশ সফর বয়কটের বিষয়ে একমত হয়েছেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আগস্টের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিসিবির সঙ্গে সিরিজটির ব্যাপারে নিয়মিত যোগাযোগও রাখছে। ভেন্যু ও হোটেলের সুযোগ-সুবিধা দেখতে ২৫ জুলাই বাংলাদেশে আসছে তাদের পর্যবেক্ষক দল।

সিরিজ বিষয়ে আলোচনা চললেও বেতন-ভাতা সংক্রান্ত চলমান ঝামেলা নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কোনও ধরনের সমঝোতায় পৌছাতে পারেনি সিএ। ইতিমধ্যে দেশটির ‘এ’ দলের ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে। জাতীয় দলের ক্রিকেটাররা অনেক আগেই হুমকি দিয়ে রেখেছেন, তাদের দাবি না মানলে বাংলাদেশ সফর করবেন না।

কিছুদিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, দুপক্ষের ঝামেলা নিরসনের সময় কাছাকাছি চলে এসেছে। খুব দ্রুততম সময়ের মধ্যে সব সমস্যা মিটে যাবে।

কিন্তু শুক্রবার জানা যায়, ক্রিকেটারদের সঙ্গে নতুনভাবে আলোচনায় বসেও সমঝোতায় আসতে পারেনি সিএ।