চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গুয়াতেমালায় কিশোরী সংশোধন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ১৯

গুয়াতেমালার সান হোসে পিনুলা শহরের সরকারি একটি কিশোরী সংশোধন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে ১৯জন কিশোরী মারা গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি জানা না গেলেও, সন্দেহ করা হচ্ছে হয়ত কেউ ইচ্ছা করেই আগুন ধরিয়ে দিয়েছে। কেননা, এর আগে মঙ্গলবার ওই সংশোধন কেন্দ্রটিতে দাঙ্গার ঘটনা ঘটে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে সেসময় পুলিশ মোতায়েন করা হয়েছিল।

সরকারি কিশোরী সংশোধন কেন্দ্রটির ধারণ ক্ষমতা চারশোজনের হলেও, গত বছর সেখানে প্রায় ৭০০ মেয়ে শিশু ও কিশোরী ছিল।

নির্যাতন ও পাচারের শিকার, এবং পরিত্যক্ত শিশুদের জন্য তৈরি এই সংশোধন কেন্দ্রে ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত থাকতে পারে।