চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গুগল ডুডলে লোকজ মুখোশে মঙ্গল শোভাযাত্রা

বিশেষ দিন মানেই নতুন সাজে গুগল ডুডল। বাংলা নববর্ষে কি তাই না সেজে পারে বিপুল সংখ্যক বাঙালির প্রতিদিনের সঙ্গী গুগল?

তাই গুগল বাংলাদেশের ডুডল সেজেছে মঙ্গল শোভাযাত্রার সাজে।মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় এবারের বৈশাখী ডুডলটি আয়োজনটা আরও যেনো বিশ্বজনীন।

ডুডলে লোকজ প্রতীকে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির মঙ্গলকামনার আনন্দযাত্রা। লক্ষ্মী পেঁচা, বাঘ, লেজঝোলা পাখি, মাছ লোভী বিড়াল আর সূর্যিমামা হাসছেন; আর আছে এসব প্রতীক বয়ে নেয়া আনন্দে মাতা জনতার ঢল।

লোকজ মুখ-মুখোশে বর্ণিল ডুডলটিতে ক্লিক করলে একটি গুগল সার্চ রেজাল্টের পেজ চলে আসে। সেখানে লেখা হয়েছে ‘বাংলাদেশে পহেলা বৈশাখ’। এছাড়া এখানে পহেলা বৈশাখ সংশ্লিষ্ট সংবাদ, নিবন্ধ তো আছেই।