চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গানে গানে মুখর দুই দিনের উৎ​সব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আন্তর্জাতিক সংগীত উৎসব’ শেষ হলো। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে গতকাল বুধবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ঘোষণা দেন, আগামীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগ খোলা হবে এবং স্থায়ী মঞ্চের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার জন্য প্রতি বছর এ ধরনের আর্ন্তজাতিক সংগীত উৎসব আয়োজন করা হবে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সংগীত উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের চেয়ারম্যান অণিমা রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সেলিম এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল।

সমাপনী অনুষ্ঠানে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিবেশনা। আমন্ত্রিত শিল্পীদের মদ্যে ছিলেন সুবীর নন্দী, সাদি মহম্মদ, লাইসা আহমদ লিসা ও ভারতের ড. সব্যসাচী সারখেইলের পরিবেশনা।

মঙ্গলবার সকালে দুই দিনের এই উৎ​সব উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

দুই দিনব্যাপী ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আন্তর্জাতিক সংগীত উৎসব’–এর কিছু আলোকচিত্র :

সুবীর নন্দী
ভারতের ড. সব্যসাচী সারখেইল
সামিনা চৌধুরী
গুণীজন সম্মাননা প্রদান করা হয় পন্ডিত অমরেশ রায় চৌধুরকে।
মঙ্গলবার ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আন্তর্জাতিক সংগীত উৎসব’ উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
দর্শকদের একাংশ