চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘খুব খারাপ করেনি বাংলাদেশ’

সাম্প্রতিক সময়ে উড়ন্ত পারফরম্যান্স ভারতের। ঘরের মাঠে সেটা আরো দাপুটে। টানা ১৮ টেস্টে অপরাজিত থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বিরাট কোহলির দল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সেই ভারতের বিপক্ষেই পাঁচ দিন লড়াই করেছে মুশফিকুর রহীমের দল। শেষ দিনের চা বিরতির আগে পর্যন্ত লড়ে হেরেছে ২০৮ রানে।

লড়াইয়ের দৃষ্টান্ত রাখা এমন হারের পরও তাই প্রশংসা পাচ্ছে বাংলাদেশ দল। ক্রীড়া বিশ্লেষক ফরহাদ টিটো সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই লিখেছেন- ‘খুব খারাপ করেনি বাংলাদেশ…।’

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘খুব একটা দুঃখ পাই নাই এই পরাজয়ে। ইন্ডিয়ার এত বড় রান পাহাড়ের চাপে চার দিনেই ভেঙে পড়া স্বাভাবিক ছিল বাংলাদেশের। কিন্তু খেলাটা গেছে শেষ দিনের প্রায় শেষ বেলায়। এই কৃতিত্ব আমাদের খেলোয়াড়দেরই।’


সঙ্গে লিখেছেন, ‘আরো ভালো করার সুযোগ ছিল আমাদের। জেনেই লিখলাম কথাগুলো। সাফল্যের তুঙ্গে থাকা এক নাম্বার টেস্ট দল যখন নিজের মাটিতে খেলছে, তখন এই ফলাফল খুবই স্বাভাবিক…। ওরা জিতবে, আমরা হারবো। কিন্তু কিভাবে, কতোটা খারাপভাবে হারলাম তা দেখতে চেয়েছিল ক্রিকেট দুনিয়া। যে যেখানে বসেই দেখে থাকেন এই টেস্ট, তাকে তো স্বীকার করতেই হবে খুব খারাপ করেনি বাংলাদেশ…। যত বেশি খেলার সুযোগ পাবে তারা, তত শিখবে, ড্র করা শিখবে বিদেশের মাঠে, শিখবে জিততেও।’