চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘খাঁচা’র সরোজিনী জয়া আহসান

আকরাম খান পরিচালিত প্রথম ছবি ‘ঘাসফুল’ দর্শক নন্দিত হয়। এবার তিনি তৈরি করছেন আরেকটি ছবি, নাম ‘খাঁচা’। ২০১২–১৩ অর্থবছরে সরকারের অনুদান পাওয়া ছবিটির শুটিং এবং আনুষঙ্গিক অনেক কাজই শেষ, এখন চলছে শব্দ সম্পাদনা। খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।

‘খাঁচা’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। তিনি বলেন, ‘হাসান আজিজুল হক আমার প্রিয় একজন লেখক। তাঁর অনেক লেখা পড়েছি। এবার প্রিয় লেখকের গল্পের ছবিতে কাজ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক আনন্দের।’

সাহিত্যনির্ভর ছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, ‘আমার অভিনয়জীবন কিন্তু শুরু হয়েছিল রশীদ করিমের “প্রসন্ন পাষাণ” গল্প নিয়ে তৈরি নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৯৭ সালের কথা। তখন তো “প্রসন্ন পাষাণ” শব্দ দুটির অর্থই বুঝতে পারিনি। না বুঝেই একটা ভালো কাজ করে ফেলেছিলাম। সেই থেকে আমার শুরু।’

দেশভাগের গল্প নিয়ে তৈরি এই ছবিতে জয়ার চরিত্রের নাম সরোজিনী। পরিচালক জানান, ‘খাঁচা’য় সরোজিনী শক্তিশালী একটি চরিত্র। যে কিনা শত দুঃখ-দুর্দশার মধ্যেও হাসিমুখে পরিশ্রম করে সংসারটাকে গুছিয়ে রাখেন, এই ভরসায় যে, একদিন সব ঠিক হয়ে যাবে।

আর ছবি তৈরিতে সময় নেওয়ার অন্যতম কারণ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৪৭ থেকে ১৯৬৪ সালের মধ্যকার সময়কে তুলে ধরার জন্য সঠিক লোকেশন খুঁজতে খুঁজতে অনেকটা সময় ব্যয় হয়েছে।’

পরিচালক জানালেন, ছবিটি এ দেশের দর্শক এখনই দেখতে পাবেন না। কারণ তার আগে বিশ্বের বিভিন্ন উৎসবে ‘খাঁচা’ ছবির প্রদর্শনী হবে। এরপর ছবিটি দেখানো হবে এখানে।

আরও জানালেন, কাজ শেষ করে এ মাসেই ছাড়পত্রের জন্য ‘খাঁচা’ ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।

‘খাঁচা’ ছবির দৃশ্য