চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্রিকেট ধর্ম নয়, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে সেমিফাইনালের রোমাঞ্চ।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তাপ, উত্তেজনা। দুই দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা, ধ্যান-জ্ঞানের জায়গা ক্রিকেট। সেটি কখনো কখনো সীমা ছাড়িয়ে যায়। প্রতিপক্ষকে আক্রমণ করে বানানো হয় অপমানসূচক ট্রল-ভিডিও। যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর চলে কথার লড়াই।

সমর্থকদের এমন মাতামাতি সীমিত রাখার  আহ্বান করে কলামিস্ট ও উন্নয়নকর্মী চিররঞ্জন সরকার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘‘ক্রিকেট ‘ধর্ম’ নয়, মানবতা ও মনুষ্যত্বই শ্রেষ্ঠ ধর্ম।chiroranjon
কারণ যাই হোক, পাহাড়ে একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটে গেছে। যারা মারা গেছেন, তারা আমার দেশের মানুষ। আমাদেরই স্বজন! বিনা অপরাধে এমন করুণ মৃত্যু সত্যিই অত্যন্ত বেদনার। যারা বেঁচে আছেন, তাদের কষ্টটাও আমাদের অনুভব করা দরকার! যথাসম্ভব পাশে দাঁড়ানো দরকার।

পাকিস্তান অধিকতর যোগ্য দল হিসেবে জয়ী হয়েছে। তাদের কৃতিত্বকে অবশ্যই সমর্থন করি।

যদি বাংলাদেশ জেতে (সর্বান্তকরণে তা-ই চাই), ভীষণ ভীষণ খুশি হব।
কিন্তু যদি অধিক ভালো খেলে প্রতিপক্ষ জেতে তবে সেটাকেও সম্মান করব। কোনো বিদ্বেষ বা ঘৃণা ছড়াব না।
খেলাটাকে আনন্দ-বিনোদনের উপকরণ হিসেবেই রাখতে চাই।

স্বদেশের জয় আমাদের উদ্বেলিত করুক, কিন্তু তা যেন উন্মাদনায় পর্যবসিত না হয়। আমাদের চেতনাহীন না করে।

ক্রিকেট ‘ধর্ম’ নয়, মানবতা ও মনুষ্যত্বই শ্রেষ্ঠ ধর্ম।’’