চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ক্রিকেট অস্ট্রেলিয়াকে সময় বেঁধে দিল ক্রিকেটাররা

চুক্তিতে না এলে ক্রিকেটারদের নিষেধাজ্ঞা পর্যন্ত টেনে নেয়ার হুমকি দিয়েও সমাধান টানতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেটারদের অনড় অবস্থান এবার আরো বেকাদায় ফেলতে যাচ্ছে দেশটির বোর্ডকে। অনুশীলন চালিয়ে গেলেও শুক্রবারের মধ্যে সমাধানে না আসলে খেলোয়াড়রা যে সফর বয়কটের হুমকিই দিয়ে রাখল সিএকে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া সময় পেরিয়ে গেছে ১ জুলাই। ক্রিকেটাররা চুক্তিতে আসেননি, স্বেচ্ছায় বেকার হয়েছেন। এভাবে একসঙ্গে ২৩০ জন ক্রিকেটার বেকার বনে যাওয়ায় নিজেদের ভাবমূর্তি নিয়েই সংকটে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সঙ্গে চেপে বসেছে সফর বাতিলের হুমকির নতুন চাপ। এবার জাতীয় দলের পাশাপাশি ‘এ’ দলের ক্রিকেটাররাও হুমকি দিয়েছেন, সমাধান না হলে সামনের সাউথ আফ্রিকা সফরে যাবেন না তারা।

হুমকির সঙ্গে ক্রিকেটাররা এবার উল্টো সিএকে সময়ও বেঁধে দিয়েছে সমাধান টানার। আগামী শুক্রবারের মধ্যে কোন রকম সমঝোতা চুক্তি না হলে আফ্রিকা সফরের বিমানে চাপবেন না খাজারা।

চলতি মাসেই সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলতে যাওয়ার কথা আছে অজিদের ‘এ’ দলের। পরে প্রোটিয়া এবং ভারত ‘এ’ বিপক্ষেও সীমিত ওভারের ত্রিদেশীয় সিরিজও খেলার কথা তাদের। কিন্তু অজি ‘এ’ দলের অধিনায়ক উসমান খাজা স্পষ্টই জানিয়ে দিলেছেন, চুক্তিতে না আসলে কোন সফর হবে না।

‘সফর বয়কট করা সহজ কোন সিদ্ধান্ত নয়। আমরা সকলেই ক্রিকেট খেলতে চাই। অনেক দিন খেলা নেই। কিন্তু চুক্তি প্রসঙ্গে আমরা ঐক্যবদ্ধ। অনুশীলনে যোগ দিচ্ছি, প্রস্তুতিটা নিয়ে রাখব। আশা করি, একটা সমাধান এসে যাবে। সেটা না হলে কঠোর সিদ্ধান্তই নিতে হবে।’

এখন সংকট উত্তরণে উসমান খাজার সঙ্গে রোববার আলোচনায় বসেছেন সিএ কর্মকর্তারা। পাশাপাশি দেশটির গণমাধ্যম জানাচ্ছে, ‘পেছনের দরজা’ দিয়েও খেলোয়াড়দের বশে আনার চেষ্টা চালাচ্ছে বোর্ড। যেসব খেলোয়াড়রা জাতীয় দলে ছিলেন না, তাদেরও টেস্ট দলে টানতে চায় সিএ। এটাকে টোপ হিসেবে ব্যবহার করতে চায় অজি বোর্ড।

এতকিছুর পরও দেশের হয়ে টেস্ট খেলতে চান খাজা। চান পারফর্ম করতে। এজন্য বোর্ডের আন্তরিকতাও প্রয়োজন বলে মনে করেন অজি এ-অধিনায়ক। আন্তরিকতাটা দেখতে চান অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএর প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসনও। তিনি তো সরাসরিই জানিয়ে দিয়েছেন, সমাধান করো, নয়তো সাউথ আফ্রিকা সফর বয়কট করা হবে।