চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্রিকেটকে অলিম্পিকে নিতে উঠেপড়ে লাগছে আইসিসি

একশ বছরের বেশী সময় ধরে অলিম্পিকে নেই ক্রিকেট। মনে করা হয়, এই একটি কারণেই বিশ্বজুড়ে খেলাটিকে ছড়িয়ে দিতে পারছে না আইসিসি। তবে সংস্থাটি এবার মরিয়া। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করতে উঠেপড়ে লাগছে অভিভাবক সংস্থাটি।

সম্প্রতি ইংল্যান্ডে শেষ হওয়া নারী বিশ্বকাপের দর্শক উন্মাদনাই সাহস যোগাচ্ছে আইসিসিকে। লর্ডসে হওয়া ভারত ও ইংল্যান্ডের ফাইনালটি বিশ্বজুড়ে ১০ লাখেরও বেশী মানুষ দেখেছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের বিশ্বকাপেও মাঠে দর্শক সমাগম হচ্ছে। সেটাকে পুঁজি করেই অলিম্পিক কমিটির কাছে আবেদন রাখবে আইসিসি।

আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে নিজেদের আবেদন জানাবে আইসিসি। সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বললেন, ‘অবশ্যই এটা ক্রিকেটের একার চাওয়া নয়, আইওসিও চায় ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে। আগামী সেপ্টেম্বরেই আমরা আইওসির কাছে আবেদন করব।’