চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কেমন হবে আইফোন সেভেন?

আইফোন সেভেন বাজারে আসার আগেই অনলাইনে ভাইরাল হয়েছে এর স্ক্যাচ মডেল। মিরর অনলাইন এ খবর জানিয়েছে।

ফাঁস হওয়া এই মডেলটি আইফোনেরই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ান সাইট ‘অ্যাপেল ক্লাব’র ওয়েব সাইটে এটি প্রথম পাওয়া যায়। এর আগে ‘সিক্স টু ফাইভ ম্যাক’ নামে একটি সাইটে আইফোন সিক্সের মডেল ফাঁস করে।

অ্যাপেল ক্লাবের এও জানিয়ে রেখেছে, ‘আগে থেকে ব্যবহৃত হেডফোন জ্যাকও থাকছেনা নতুন আইফোনে।’ এটা যদি সত্য হয়ে থাকে তাহলে নতুন আইফোনের হেড ফোনে পরিবর্তন আসছে।

এর আগে, আইফোন সিক্সপ্লাস বেশ কিছু পরিবর্তন নিয়ে বাজারে আসলেও এই ফোন নিয়ে ব্যবহারকারীদের অনেকেই ছিলেন অখুশি। তাদের অভিযোগ আইফোন সিক্সপ্লাস আর আইফোনের সিক্সের কোনো পার্থক্য নেই।

ব্যবহারকারীদের খুশি করতে আমূল পরিবর্তন নিয়ে বাজারে আসার কথা আইফোন সেভেন। এতে থ্রিডি টাচ স্কিনসহ থাকবে নানা সুবিধা। বিশ্লেষকরা বলছেন, নতুন ডিজাইনের সঙ্গে স্বাভাবিক হোম বাটনের পরিবর্তে এই প্রথম থ্রিডি টাচ স্কিন নিয়ে আসছে অ্যাপলের আইফোন সেভেন।