চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কেন ফাঁস প্রশ্নপত্রেই অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা

ফাঁস হওয়া প্রশ্নপত্রে কেন অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা নেয়া হল পরীক্ষার পর পরীক্ষার্থীরা সেই প্রশ্ন তুলেছেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ধাপে এদিন বিকেলেও এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগেই এই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় বলে অভিযোগ ওঠে। প্রথমে হাতে লেখা ও পরে প্রিন্টেড প্রশ্নের কপি পাওয়া যায়। অনেক জায়গায় শুধু উত্তরও পাওয়া গেছে। সকালের শিফটে পরীক্ষায় অংশ নিয়েছেন এমন কয়েকজন শিক্ষার্থীর সাথে চ্যানেল আই অনলাইনের কথা হয়েছে।

মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল থাকার কথা জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা দাবি করেছেন, ফাঁস হওয়া প্রশ্নেই এই পরীক্ষা নেয়া হয়েছে। এ কারণে পরীক্ষার পর তাদের কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে নেয়া হয়।

ফাঁস হওয়া প্রশ্ন, ছবি সংগৃহীত

ডেমরার শামসুল হক খান স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়া এক শিক্ষার্থীর সাথে ফাঁস হওয়া প্রশ্নের নিয়ে কথা বললে তিনি পরীক্ষার প্রশ্নের সাথে মিল খুঁজে পান। তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।

তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন: পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারি অনেকেই দ্রুত পরীক্ষা দিয়ে বের হয়ে যাচ্ছে। কয়েকজনের অঙ্গভঙ্গি দেখে নিশ্চিত হই যে প্রশ্ন ফাঁস হয়েছে। আর এখন দেখছি ফাঁস হওয়া প্রশ্নের সাথে পরীক্ষায় আসা প্রশ্নের মিল রয়েছে। ফাঁস হওয়া প্রশ্নে কেন পরীক্ষা নেয়া হলো এই প্রশ্ন তোলেন তিনি।

এই পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু তালেব এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘প্রশ্ন আমরা খুবই গোপনীয়তা রক্ষা করে ছাপিয়ে থাকি। কিন্তু কিভাবে কি হলো বুঝে উঠতে পারছি না। এর সাথে অনেক হাত জড়িত থাকে। কে কোথায় কিভাবে জড়িত রয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

কেন ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা নেয়া হলো এ বিষয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁস হয়েছে এমন তথ্য পরীক্ষা ঠিক আগ মুহূর্তে বুঝতে পারি। পরীক্ষা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমরা বিষয়টি নিয়ে ব্যস্ত সময় পার করছি। কোন সিদ্ধান্ত হলে জানাতে পারবো।

ফাঁস হওয়া প্রশ্ন, ছবি সংগৃহীত

এদিকে এই পরীক্ষার বিকেলের শিফটের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকায় ৫০০ থেকে ১০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এর আগেরদিন বৃহস্পতিবার হাতে লেখা ও ছাপা প্রশ্নপত্র দেখেছেন বলে অনেক শিক্ষার্থী অভিযোগ করেন। আবার শুধু উত্তরও পাওয়া গেছে বলে জানা যায়।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে এই প্রশ্নপত্র ও উত্তর বিনিময় করেছেন। এমন কয়েকটি প্রশ্নের নমুনা চ্যানেল আই অনলাইনের হাতে রয়েছে।