চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুয়াকাটায় ১২ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবন রক্ষায় যেকোনো মূল্যে জলদস্যু দমন করা হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এ জন্য র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ডের দক্ষতা ও শক্তি বাড়ানো হয়েছে।

পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে সুন্দরবনের জলদস্যু নোয়া বাহিনীর প্রধান বাকি বিল্লাহ ওরফে নোয়া মিয়াসহ ১২ দস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদসহ র‌্যাবের কাছে আত্মসমপর্ণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

সেসময় র‌্যাবের উদ্যোগে সাড়া দিয়ে জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ গ্রহণের আহবান জানান এবং তাদের পুনর্বাসনের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে সম্প্রতি আত্মসমপর্ণনকারী ৬০ জন সাবেক জলদস্যু ও তাদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে অর্থ সহায়তা ও শীত বস্ত্র বিতরণ করা হয়।