চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুড়িগ্রামে বন্যায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

শ্যামল ভৌমিক: কুড়িগ্রামে বন্যায় সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে তলিয়ে যাওয়া সবজি ক্ষেত এখন কোনোভাবেই রক্ষা সম্ভব নয় বলে মনে করছে কৃষক এবং কৃষি বিভাগ।

তারা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবার আগেভাগেই বন্যা চলে এসেছে। তাই যেসব নিচু এলাকা থেকে কৃষকরা বন্যার আগেই সবজিসহ বিভিন্ন ফসল তুলে নিতে চেয়েছিলেন, তা পারেননি। এর ফলে বড় ধরণের ক্ষতির শিকার হয়েছেন প্রান্তিক কৃষক।

গত কয়েকদিনের বন্যায় ইতোমধ্যে জেলা সদরের মোগলবাসা, যাত্রাপুর, পাচগাছি, হলোখানা, উলিপুর উপজেলার হাতিয়া, বুড়াবুড়ি, চিলামারী উপজেলার নয়ারহাট, সাহেবের আলগাসহ ৪০ ইউনিয়নের ৪শ’ ৫০ গ্রাম পানিতে ডুবে আছে।

কৃষি বিভাগ বলছে, এরই মধ্যে ৩ হাজার ৩শ’ ২০ হেক্টর জমির সবজিসহ বিভিন্ন ধরনের ফসল পুরোপুরি ডুবে গেছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: