চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুড়িগ্রামে অর্ধশতাধিক ভারতীয় হাতির তাণ্ডব

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগারচর সীমান্তে ৫০ থেকে ৬০টি ভারতীয় বন্য হাতির একটি দল বাংলাদেশে প্রবেশ করে সীমান্ত এলাকায় বোরো ধানের ক্ষতি করছে।

রোববার সন্ধার পর আলগারচর সীমান্তের আর্ন্তজাতিক সিমান্ত পিলার ১০৭১ ও ১০৭২ সীমানা পিলারের মাঝ দিয়ে এসব হাতি বাংলাদেশে প্রবেশ করে বলে স্থানীয়রা জানায় ।
এ অবস্থায় আতংকিত গ্রামবাসী বোরো ক্ষেত রক্ষায় আগুন ও ঢাকডোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগেও ভারতীয় হাতির দল একাধিকবার বাংলাদেশে প্রবেশ করে জমির ভূট্টা, আখ, গম ও সরিষার ব্যাপক ক্ষতি করে। ভারতীয় এসব হাতির দল সন্ধ্যার পর সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফসলের ক্ষতি করে ভোরে ফিরে যায়।