চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুমিল্লা সিটি নির্বাচন: আনসারের ভূমিকা নিয়েও বিএনপির প্রশ্ন

কুমিল্লা সিটি নির্বাচনে পুলিশের পর এবার আনসার সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি প্রার্থী। আনসারের পোশাকে সরকার দলীয় কর্মীর বদলে প্রকৃত আনসার সদস্য মোতায়েনের দাবি জানিয়েছেন তিনি। তবে আওয়ামী লীগের প্রার্থী বলছেন বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে।

এ অবস্থায় বির্তক এড়াতে আনসার সদস্যদের নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন।

প্রশাসনের দাবি: ভোট গ্রহণ নিয়ে সব ধরণের ঝুট ঝামেলা এড়াতে আনসারে তালিকাভুক্ত ব্যাক্তিরাই দায়িত্ব পালন করবে অন্য কেউ না।

প্রচারের পাশাপাশি প্রতিদিনই নির্বাচনের পরিবেশ আর নির্বাচনী দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ে নানামুখী শঙ্কা প্রকাশ করছেন বিএপির প্রার্থী মনিরুল হক সাক্কু।

তার অভিযোগ: পুলিশের হয়রানিতে রাতে ঘর ছাড়া বিএনপি নেতা-কর্মীরা। এরপর তিনি আনসার সদস্যদের ভূমিকা নিয়েও এ অভিযোগ করলেন।

আর পুলিশ বলছে: অযথা হয়রানির অভিযোগ ভিত্তিহীন। নির্বাচনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে তারা।

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কুমিল্লা শহর জুড়ে দিনরাত চলছে ভোট উৎসব।

বিস্তারিত দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=Z9UzyBGXNyo&feature=youtu.be