চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুমিল্লা চিড়িয়াখানার আলোচিত সেই সিংহ মারা গেছে

কুমিল্লার চিড়িয়াখানার ‘যুবরাজ’ নামে পরিচিত সিংহটি আর নেই। নিবিড় পর্যবেক্ষণে থাকা ১৮ বছর বয়সী যুবরাজ মঙ্গলবার ভোরে কুমিল্লা চিড়িয়াখানায় মারা গেছে।

কুমিল্লা চিড়িয়াখানা সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে কয়েকদিন ধরে খাওয়া বন্ধ করে দেয় যুবরাজ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার কথা থাকলেও ঢাকা চিড়িয়াখানায় অন্যান্য পশুদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে এমন আশংকায় যুবরাজকে ঢাকায় না নিয়ে কুমিল্লাতেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।

কুমিল্লা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক সিংহের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তিনজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত দল যুবরাজ সিংহের ময়নাতদন্ত করে প্রতিবেদন দেবেন।

চিড়িয়াখানা সূত্র জানায়, অনেক দিন ধরে যুবরাজের খাওয়া দাওয়া বন্ধ ছিল। তার সামনে খাবার ফেলে রাখলেও খেত না।

গত নভেম্বর মাসে পত্রপত্রিকায় যুবরাজকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে ঢাকা থেকে একদল বিশেষজ্ঞ চিকিৎসক আসেন। কিন্তু ঢাকা থেকে আসা চিকিৎসকরা যুবরাজের অবস্থার উন্নতি করতে পারেননি। তারা জানান, যুবরাজ বৃদ্ধ হয়ে গেছে।