চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুমিল্লার নির্বাচনে ক্ষমতাসীনদের সহযোগিতা করছে কমিশন: রিজভী

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকরা ব্যালট বাক্স ছিনতাই করলেও নির্বাচন কমিশন নির্লিপ্ত থেকে ক্ষমতাসীনদের সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া বিএনপির এজেন্টদের জোরপূর্বক ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন দলটির এই যুগ্ম মহাসচিব।

রিজভী আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা ভোটকেন্দ্র দখল করে ব্যালট ছিনতাই করছে, প্রশাসন নির্বাচন কমিশনের আদেশ অগ্রাহ্য করে ধানের শীষের নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করছে।’

এসব ঘটনায় নির্বাচন কমিশনের যে নিরপেক্ষ ভূমিকা পালন করার কথা তা করতে ব্যর্থ হচ্ছে বলে দাবি করে তিনি কমিশনের ‘নির্বাক ভূমিকা’র প্রতিবাদ জানান।

এ সময় রিজভী আহমেদ নির্বাচন কমিশনের উদ্দেশে বলেন, ‘কুমিল্লা সিটি নির্বাচন আপনাদের পরীক্ষা। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর নির্ভর করছে আগামীতে দেশের মানুষ আপনাদের ওপর আস্থা রাখবে কি না। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আপনাদের হাতে এখনো সময় আছে।’