চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমির ধরার খাঁচায় ঢুকে কুমিরবহুল পানিতে ছবি!

সম্প্রতি অস্ট্রেলিয়ার নর্দার্ন কুইন্সল্যান্ড রাজ্যের পোর্ট ডগলাস ম্যারিনায় কুমিরের হামলায় একটি মেয়ে নিহত হয়েছে। অথচ এর কয়েকদিন পর সেখানে কুমির ধরার খাঁচার মধ্যে থেকে নদীতে সাঁতার কাটছিলো একদল মানুষ। শুধু তাই নয়, তখন মজা করে ছবিও তুলে তারা।

ভাইরাল হওয়া ছবিতে ভয়ঙ্কর এই কাজ দেখে তাদের ‘বর্ষসেরা বোকা’র অ্যাখ্যা দিয়েছেন অনেকে। পোর্ট ডগলাস ম্যারিনার এই জায়গা থেকে মাত্র কিছুটা দূরত্বে কয়েকদিন আগে স্মৃতিভ্রংশের রোগী অ্যানি ক্যামেরন ১৪ ফুট বড় কুমিরের আক্রমণে মারা যান।

ডগলাসের মেয়র জুলিয়া লিও তাদের বোকামি দেখে পুরো হতবাক হয়ে পড়েন। এবিসি ব্রডকাস্টারকে তিনি বলেন: আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম, এটা খুবই নির্বুদ্ধিতা ও ভয়ঙ্কর কাজ। যদি তারা ‘ইডিয়টস অব দ্য সেঞ্চুরি’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয় তাহলেও আমি অবাক হবো না।

কুইন্সল্যান্ডের পরিবেশ মন্ত্রী স্টিভেন মাইলস টুইট বার্তায় বলেন: সত্যিই? আমরা কুমিরগুলোর জন্য টোপ হিসেবে মাংস রাখি এই খাঁচার ভেতরে। সেটার ভেতরে থেকে সাঁতার কাটবেন না। এটা বোকামী এবং অবৈধ।