চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমির কামড়ালো হাতির শুঁড়

প্রকৃতি একসাথে কতটা ভয়ংকর এবং নিষ্ঠুর হতে পারে। সেটা আমাদের ধারণার বাইরে। প্রকৃতির প্রত্যেকটি  প্রাণী বেঁচে থাকতে খাদ্যর জন্য লড়াই করছে।এবার বেঁচে থাকার এ লড়াই হলো হাতি কুমিরে।এমনি একটি অবিশ্বাস্য ঘটানা ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ক্ষুধার্ত কুমির এবার খেয়ে ফেলতে চাইলো হাতিকে। দক্ষিণ-পূর্ব আফ্রিকার মোজাম্বিক এর সীমান্তবর্তী এলাকার মালওয়ির লিলংওয়ে জাতীয় উদ্যানের এমন ঘটনা ঘটেছে।

যদিও হাতিটি ছিলো বাচ্চা একটি হাতি। একটি হাতির দল বেঁধে একটি পানির ডোবার কাছে তেষ্টা মেটাতে আসে।এসময় আগে থেকে শিকার জন্য ঘাপটি মেরে থাকা ক্ষুর্ধাত কুমিরটি হাতির শুঁড় কামড়ে ধরে।কিছুক্ষণ চলে ধস্তাধস্তি। তবে শেষ রক্ষা হয় হাতির দলের আরেক বৃদ্ধ হাতির সাহায্যে।এই দৃশ্যটি ধরা পড়েছে সাফারি নৌকায় বসে থাকা বায়োমেডিক্যাল বিজ্ঞানী আলেকজান্ডার মাকাঙ্গা ভিডিওতে।

ইউটিউবে ভিডিওটি ১১ এপ্রিল প্রকাশ করা হয় । ভিডিওটি ইতিমধ্যে ২.৩ লাখ দেখা হয়েছে। এরকম আরেকটি ভিডিওতে দেখা যায় ঘোড়ার সঙ্গে একটি কুমিরের যুদ্ধ করতে।

ভিডিওতে দেখুন হাতি আর কুমিরের সেই যুদ্ধ: