চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন শালবন মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

ঘটনার পর থেকে করে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় অংশগ্রহণ করে কাজী নজরুল ইসলাম হলের কলা ও সমাজবিজ্ঞান অনুষদ এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। খেলার এক পর্যায়ে  ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস তর্কে জড়িয়ে পড়েন।

এ অবস্থায় দুজনের অনুসারীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে এক পর্যায়ে মাজেদের অনুসারী উপ প্রচার সম্পাদক আহমেদ আলী বুখারী স্বজন বরণকে স্ট্যাম্প দিয়ে কোমরে আঘাত করেন। এসময় স্বজন বরণের অনুসারী ছাত্রলীগ কর্মী সিফাত ফয়েজ ও অন্যান্যরা এগিয়ে আসেন ।মাজেদের অনুসারীরা তাদের স্ট্যাম্প দিয়ে মাথায় আঘাত করলে তারা মাটিতে লুটিয়ে পড়েন ।

গুরুতর আহত হওয়ায় আতিকুর রহমান নামে একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে হলে ফেরার পথে শালবন বিহারের সামনে রেজাউল ইসলাম মাজেদ তার অনুসারীদের নিয়ে স্বজন বরণের উপর হামলা চালান বলে জানা গেছে। এতে স্বজন বিশ্বাস গুরুতর আহত হন। আহত অবস্থায় স্বজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, ‘কোন গ্রুপ নয়। খেলার ভিতরে একটু হাতাহাতি হয়েছে ।আমরা বসে সমাধান করব।’

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘আমি ঘটনার সময় উপস্থিত ছিলাম ।তাদের নিবৃত করার চেষ্টা করেছি। যারা মারামারি করেছে তাদের সকলকে আমি দেখেছি ।কেন্দ্রের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘খেলাকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে ।খবর শুনেই আহতদের হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’