চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাউন্টার টেররিজম ইউনিট এখনই বিলুপ্ত হচ্ছে না: আইজিপি

এন্টি টেররিজম নামে পুলিশের নতুন ইউনিট ঘোষণার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট থাকবে কি না, সেই বিষয়ে গুঞ্জন শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিটিটিসি ইউনিট এখনই বিলুপ্ত হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘পুলিশ বার্ষিক শ্যুটিং ও আইজি কাপ- ২০১৭’ প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন: সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে ডিএমপিতে সিটিটিসি ইউনিট খোলা হয়। এখন এন্টি টেররিজম নামে জাতীয় ভাবে কাজ করবে পুলিশের একটি এমন বিশেষ উইং চালুর ঘোষণা হয়েছে। এটি উদ্বোধনের পর দেশব্যাপী কাজ শুরু করবে। তবে সিটিটিসি থাকবে, এই ইউনিট এখনই বিলুপ্ত হচ্ছে না। তবে এন্টি টেররিজম কাজ শুরু করার পর বিষয়টি ভেবে দেখব।