চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে ৭ জনের পরিচয় প্রকাশ

কল্যাণপুরে ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের জঙ্গি বিরোধী অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘটনার একদিন পরে ডিএমপি পরিচালিত নিউজ পোর্টাল ও ফেসবুক পেজে ডিএমপি কর্তৃপক্ষ ওই ৭ জঙ্গির বিস্তারিত প্রকাশ করলো।

ডিএমপি জানিয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনে তাদের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত আঙ্গুলের ছাপের ডেটাবেজে সঙ্গে ৭ (সাত) জঙ্গির আঙ্গুলের ছাপের মিল পাওয়া গেছে। ডিএমপি কর্তৃপক্ষ ওই ৭ জঙ্গির নাম-ঠিকানা, জন্ম তারিখ,  পিতা-মাতার নাম ও ন্যাশনাল আইডি নম্বর প্রকাশ করেছে।

ডিএমপি নিউজের তথ্যানুযায়ী নিহত জঙ্গিরা হচ্ছে: দিনাজপুরের আব্দুল্লাহ, পটুয়াখালীর আবু হাকিম নাইম, ধানমণ্ডির তাজ-উল-হক রাশিক, গুলশানের আকিফুজ্জামান খান, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা সাজাদ রউফ অর্ক, সাতক্ষীরার মোঃ মতিয়ার রহমান, নোয়াখালীর মোঃ জোবায়ের হোসেন।

চট্টগ্রামের আরেক জঙ্গির পরিচয় গণমাধ্যমে আগেই প্রকাশ হলেও তাদের পরিবার পুরোপুরি নিশ্চিত না করায় তা প্রকাশ করেনি ডিএমপি কর্তৃপক্ষ। 

অপারেশনের পর নিহত ৯ জঙ্গির কোলাজ ছবির মধ্যে ৫ম ও ৯ম জঙ্গির পরিচয় এখনো জানা যায়নি।

২৬ জুলাই কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হওয়ার পর তাদের পরিচয় সনাক্তে ওয়েবসাইটে ছবি প্রকাশ করেছিল ডিএমপি। পুলিশের বরাতে বিভিন্ন গণমাধ্যমেও তাদের ছবি প্রকাশিত হয়।