চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কম খরচে বেশি লাভ হওয়ায় পেঁপে চাষ বাড়ছে

রাজবাড়ীতে বাড়ছে পেঁপের আবাদ। অন্যান্য ফসলের তুলনায় পেঁপে’র লাভ তিনগুন বলে জানিয়েছেন কৃষক। পেঁপের চারা রোপন, বীজ উৎপাদন থেকে শুরু করে বাগান পরিচর্যায় কৃষককে সহায়তা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোর পালান গ্রামের কৃষক টুকু মেম্বার ৪৬ শতাংশ জমিতে পেঁপে চাষ করেছেন। তিন মাস পর একসাথে ৭০ মন পেপে বিক্রি করেন তিনি। পেঁপে আবাদে তার ব্যয় হয় ৩০ হাজার টাকা। বিক্রি করে পেয়েছেন এক লাখ টাকা। এলাকার অনেকেই এখন আগ্রহী হয়েছেন পেঁপে আবাদে।

কাঁচা পেঁপে বাগান থেকে মন হিসেবে কিনছেন ব্যবসায়ী। কয়েকদিন পর পাকা পেঁপে বিক্রি হচ্ছে ভালো দামে। লাভজনক হওয়ায় আগামীতে পেপে চাষের পরিধি আরো বাড়ানোর পরিকল্পনা নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাজবাড়ীতে এবার একশ’ পাঁচ হেক্টর জমিতে পেঁপে’র আবাদ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় আবাদ হয়েছে ৮০ হেক্টরে।

আরও দেখুন রাজবাড়ী প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকে’র পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদে’র রিপোর্টে: