চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কক্সবাজারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণ চেষ্টা

কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ( সিবিআইইউ ) এক ছাত্রীকে অপহরণ চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এসময় ওই ছাত্রীর সহপাঠিদের ব্যবহৃত ৭টি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। এতে আহত হয় তিন শিক্ষার্থী। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে।

ভুক্তভোগি শিক্ষার্থী আব্দুল মান্নান জানান, সোমবার বিকেলে ক্লাস শেষে কলাতলী উত্তরণের মাঠে খেলতে যায় কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৩ জন শিক্ষার্থী। তাদের সাথে একজন সহপাঠি ছাত্রী ছিল। খেলা শেষে বিকাল সাড়ে ৫ টার দিকে উত্তরণ গৃহায়ন সমিতির উত্তর দিকের পাহাড়ি রাস্তা দিয়ে সাহিত্যিকা পল্লী এলাকা হয়ে শহরে বের হওয়ার সময় পথিমধ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। এসময় তারা বাঁধা দেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের মারধর করে ৭টি স্মার্টফোন ছিনিয়ে নেয়। পরে এক পর্যায়ে স্থানীয় মসজিদের ইমাম এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

শিক্ষার্থীরা জানান, মসজিদের ইমাম এগিয়ে না আসলে সন্ত্রাসীরা তাদের হত্যা করে ওই ছাত্রীকে অপহরণ করতো। এই ঘটনায় আহতরা হলেন, সিবিআইইউ’র সিএসসি বিভাগের ছাত্র মো. নেজাম ও মিজবাউর রহমান।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি ( তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,আমরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।