চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কক্সবাজারে বন্যায় ক্ষতির মুখে মৎস্যখাত

কক্সবাজারে বন্যায় মারা গেছে কয়েক কোটি টাকার মাছ। মৎস্য প্রকল্পে পানি ঢুকে ভেসে গেছে রপ্তানিযোগ্য চিংড়ি। ক্ষতি হয়েছে ৪০ শতাংশ ।

জেলা মৎস্য বিভাগের হিসাবে, কক্সবাজারে প্রায় ৯২ হাজার একর জমিতে চিংড়ি চাষ ও ৬ হাজার একর জমিতে অন্য মাছের চাষ হয়েছে । ৩ হাজার ৮শ’ ৮৭টি চিংড়ি প্রকল্প রয়েছে কক্সবাজারে ।

এসব প্রকল্প থেকে বছরে ২৫ হাজার মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়। জেলায় ৪০ হাজার মৎস্য ও চিংড়ি চাষী থাকলেও একাজে নানা ভাবে সস্পৃক্ত প্রায় ১০ লাখ মানুষ।

পেকুয়া সদর ইউনিয়নের বিলাহাচুরা গ্রামের মৎস্যচাষি ইয়াকুব নবী বলেন, ‘বন্যার পানিতে মৎস্যঘের তলিয়ে গিয়ে অন্তত ১২ লাখ টাকার মাছ ভেসে গেছে। এখন ব্যাংক থেকে নেওয়া ঋণের কিস্তি কিভাবে টানবেন বুঝে উঠতে পারছি না।’

বন্যার পানির ধকল সইতে না পারায় মরে গেছে বিপুল পরিমাণ মাছ। তবে মৎস্যজীবীদের ধারণা প্রকৃত ক্ষতি হয়েছে আরো অনেক বেশী। বন্যার এ ক্ষতি কাটিয়ে উঠতে চিংড়ি চাষীরা চান সরকারের সহযোগীতা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: