চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কক্সবাজারে ইউপি সদস্যের কার্যালয় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় এক ইউপি সদসস্যের কার্যালয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও কিরিচ দা উদ্ধার করেছে ডিবি পুলিশ।

শনিবার দুপুরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার ষ্টেশনে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি অংসা থোয়াই।

অস্ত্রগুলো পালংখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছারের ব্যক্তিগত কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। তবে  এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি ।

ওসি অংসা থোয়াই আরও বলেন, শনিবার দুপুরে উখিয়ার বালুখালীর পানবাজার ষ্টেশনে অস্ত্র মজুদ করার খবরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছারের ব্যক্তিগত কার্যালয়ে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।

“ উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, দেশীয় তৈরী তিনটি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও পাঁচটি কিরিচ দা। তবে অস্ত্র উদ্ধারের স্থান  ইউপি সদসস্যের ব্যক্তিগত কার্যালয় হলেও তা উন্মুক্ত অবস্থায় ছিল। ”

এ ঘটনায় পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে বলে জানান ওসি অংসা থোয়াই।