চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি

পাকিস্তান রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বাঙালি জাতির প্রথম আঘাত ১৯৫২ সালের ভাষা আন্দোলন। মূলত‍ঃ ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়া সদ্য স্বাধীন পাকিস্তান ছিলো একটি তথাকথিত রাষ্ট্র। এই রাষ্ট্র ব্যবস্থার গঠনে বড় ত্রুটি ছিলো জাতি হিসেবে বাঙালিকে অস্বীকার করার প্রবণতা। পাকিস্তান রাষ্ট্রটি প্রথম থেকেই এই অঞ্চলের মানুষকে তার রাষ্ট্র ব্যবস্থার প্রধান স্তম্ভ হিসেবে গণ্য করেনি। তাই একটি ঐতিহাসিক জাতি হিসেবে বাঙালির ভেতর ছিলো উপেক্ষা আর বঞ্চনার ক্ষোভ। এই ক্ষোভকে দ্রোহে প্রথম রূপ দেয় ভাষা আন্দোলন। রাষ্ট্র ভাষার প্রধান দাবিদার বাঙালির প্রাণের ভাষা বাংলাকেই বাদ দেয়ার ঘোষণা হলে শুরু হয় আন্দোলন। ১৯৪৮ সালে এই আন্দোলনের শুরু। ৫২ সালের রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির জয়যাত্রার সূচনা। এই সূচনাই প্রমাণ করে দেয় রক্ত ছাড়া পাকিস্তান রাষ্ট্রর সঙ্গে কোন বঞ্চনার ফয়সালা হবে না। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এক সাগর রক্তের বিনিময়ে আসে বাঙালির বহুল আকাঙ্খিত স্বাধীনতা। বাংলাদেশের ওপর থেকে দৃশ্যত‍ঃ নেমে যায় পাকিস্তান রাষ্ট্রের অপছায়া। কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পাকিস্তানের দোসরদের ক্ষমতায়নের মাধ্যমে সেই অপছায়া ফিরিয়ে আনার ষড়যন্ত্র হয়েছে বারবার। অনেক চড়াই-উতরাই আর যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে সেই ষড়যন্ত্র অনেকটাই ব্যর্থ করে দেয়া সম্ভব হয়েছে। পাশাপাশি প্রায় দেড়যুগ ধরে বিশ্বজুড়ে একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। ভাষা শহীদদের আত্মত্যাগের একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তাদের দেখানো পথ ধরেই একাত্তরের ম‍ুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। ভাষা আন্দোলনের ৬৫ বছর আর স্ব‍াধীনতার ৪৬ বছরে বাংলাদেশের অর্জন অনেক। বাংলা ও বাংলাদেশের বিরোধিতাকারী শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার করে আমরা পার করেছি কয়েকটি নির্মল বসন্ত। আরেক বসন্তে আমাদের আরো এগিয়ে যাবার পালা। সেই পথচল‍ায় একুশের যে মূল চেতনা ‘মাথা নত না করা’, সে‌ই চেতনাকে ধারণ করে সবার উপরে যাকে তুলে ধরতে হবে তার নাম বাংলাদেশ। দ্বিজেন্দ্রলাল রায়ের ভাষায় আমরা বলতে চাই- ‘ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি…’। মহান একুশেতে ভাষা শহীদসহ সকল ভাষা সংগ্রামীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।