চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ওয়াশিংটনে শম্পার ‘মধুর স্বপ্ন’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

আগামী ১১ ফেব্রুয়ারি (শনিবার) ওয়াশিংটনে কবি ফাহমিদা হোসাইন শম্পার প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। কাব্যগ্রন্থ ‘মধুর স্বপ্ন’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভয়েস অব আমেরিকার বিশিষ্ট সাংবাদিক আবৃত্তিকার সরকার কবির উদ্দীন।

উল্লেখ্য, ফাহমিদ হোসাইন শম্পা কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়ায় জন্মগ্রহন করেন। তার পিতা সাংবাদিক আফতাবুর রহমান যিনি নিজের সম্পাদনায় প্রকাশ করতে ”সাপ্তাহিক ফলক”। আর মা আনোয়ারা বেগম ছিলেন বাংলাদেশ অবজারভার পত্রিকার সাংবাদিক।

১৯৯৩ সালে ফাহমিদা হোসাইন আমেরিকায় বসবাস শুরু করেন। বর্তমানে তিনি ভার্জিনিয়া স্বামী আকতার হোসাইন এর সাথে বসবাস করেন। আকতার হোসাইন ওয়াশিংটনের বিশিষ্ট ব্যবসায়ী এবং একজন সংস্কৃতিক ব্যক্তিত্ব। ওয়াশিংটনের বহুল পরিচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস এন্ড ফ্যামেলির তিনি অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক।