চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ওয়াটার এইডের কর্মশালায় দূষণ রোধে জনসচেতনতার ওপর গুরুত্ব

জলবায়ু পরিবর্তন, লবণাক্ততার প্রকোপ ও নদীতে পানির প্রবাহ কম থাকায় দক্ষিণ-পশ্চিমের মানুষের পানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এজন্য খাল ও পুকুরগুলো পুনঃখনন করে ভূ-পৃষ্ঠের উপরিভাগের পানি ধরে রাখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

রাজধানীতে ওয়াটার এইডের কর্মশালায় দূষণ রোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ-পশ্চিমে পানির অভাব দিন দিন বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তঃসীমান্ত নদীগুলো থেকে পানি প্রত্যাহার, লবণাক্ততার প্রকোপ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবই এ সংকটের কারণ। তাই পানি ব্যবস্থাপনাকে স্থানীয় পর্যায়ে নিয়ে আসতে ওয়াটার এইডের প্রকল্প- নেপাল, ভারত ও বাংলাদেশের কর্নালি-গঙ্গা অববাহিকার প্রান্তিক জনগোষ্ঠীর পানি নিরাপত্তা।

পানির এসব সংকট সমাধানে ভূ-পৃষ্ঠের উপরিভাগের পানি সংরক্ষণের ওপর জোর দিচ্ছেন দক্ষিণ-পশ্চিমের জনপ্রতিনিধিরা।
পানি নিরাপত্তার জন্য দূষণ দূর করারও তাগিদ দেয়া হয়। এজন্য সচেতনতা বাড়ানোর আহ্বান সংশ্লিষ্ট সরকারি বিভাগের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: