চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এল ক্লাসিকোতেই ৫০০ গোলের মাইলফলক মেসির

এল ক্লাসিকো ম্যাচেই জোড়া গোল করে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন বার্সেলোনা বরপুত্র লিওনেল মেসি। তার জোড়া গোলেই বার্নাব্যুতে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা লড়াই জমিয়ে দিয়েছে কাতালানরা।

এদিন মাঠে নামার আগে শেষ ছয়টি ক্লাসিকো ম্যাচে গোলশূন্য ছিলেন মেসি। তবে দলের গুরুত্বপূর্ণ সময়েই জ্বলে উঠেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

ম্যাচের আগে বার্সেলোনার হয়ে মেসির মোট গোল ছিল ৪৯৮টি। ম্যাচের ৩৩ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন তিনি। এরপর ম্যাচের শেষ মুহূর্তে দূরপাল্লার শটে রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসকে ফাঁকি দিয়ে জার্সি খুলে উদযাপন করেন মেসি। চলতি লা লিগায় মেসির এটি ৩১তম গোল, আর বার্সেলোনার জার্সিতে সব মিলিয়ে ৫০০তম।

ক্লাসিকোর ইতিহাসে ২১ গোল নিয়ে আগেই শীর্ষে ছিলেন মেসি। এদিনের জোড়া গোলে সংখ্যাটিকে ২৩-এ নিয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। ক্লাব ক্যারিয়ারে পাঁচশ গোলের ৩৪৩টিই মেসি করেছেন লা লিগার ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জার্সিতে তার গোল ৯৪টি। এছাড়া কাতালানদের হয়ে কোপা দেল’রেতে ৪৩, স্প্যানিশ সুপার কাপে ১২, ক্লাব বিশ্বকাপে ৫ ও ইউরোপিয়ান সুপার কাপে ৩টি গোল রয়েছে ফুটবল জাদুকরের।

লিগায় সেভিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ২৯টি গোল করেছেন মেসি। পরে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, করেছেন ২৭টি আর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২৪টি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আছে মোট ৩৭টি হ্যাটট্রিক। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৮বার প্রতি মৌসুমে ক্লাবের জার্সিতে ৪০টি গোল করার কীর্তিও মেসির।