চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

এটিএম বুথে সন্দেহভাজন চীনা ‘হ্যাকার’ আটক

কার্ড জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তোলার সময় ঝিং অং নামের এক চীনা নাগরিককে আটক করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

এসময় তার কাছ থাকা ইন্টারন্যাশনাল কয়েকটি এটিএম কার্ডও উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, এর আগে জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা তোলার সাথে এর মিল আছে।

বুধবার সকালে রাজধানীর এলিফেন্ট রোডে একটি ব্যাংকের বুথ থেকে একজন চীনা নাগরিক কয়েক ধাপে ৬০ হাজার টাকা তোলে। এটিএম বুথের সিকিউরিটি গার্ডের সন্দেহ হলে বাইরে থেকে বুথের দরজা বন্ধ করে দেয়। পরে ওই চীনা নাগরিক পালনোর চেষ্টা করলে তাকে আটক করে ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাকে আটক করে। শেষ খবর পর্যন্ত ওই চীনা নাগরিককে র‌্যাব সদর দফতরে নেওয়া হয়েছে।

আগের এটিএম বুথ জালিয়াতির ঘটনায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের কার্ড জালিয়াতি করা হলেও এবার ব্যবহার করা হয়েছে আন্তর্জাতিক এটিএম কার্ড।

এ ঘটনার পর গ্রাহকেদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।