চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এখন আর ঈদি পান না মিশা

‘এখন আর ঈদি পাই না। এখন ঈদি পেতে নয়, দিতেই বেশি ভালো লাগে। ঈদে নতুন নোট সঙ্গে রাখি। যখন ছোটদের ঈদি দিই, তখন তাদের চোখেমুখে যে আনন্দ দেখতে পাই, খুব ভালো লাগে। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়।’ বললেন মিশা সওদাগর, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি।

এবার ঈদ উদযাপন নিয়ে মিশা বলেন, ‘সকালে নামাজ পড়ে বাসায় যাই। আজিমপুরে মা-বাবার কবর জিয়ারত করেছি। তারপর বড় বোনকে দেখতে পুরান ঢাকায় গিয়েছি। বাসায় আত্মীয়স্বজন, বন্ধুরা আসছেন, তাদের সঙ্গে সময় কাটাচ্ছি। সন্ধ্যার পর রাজ্জাক ভাইয়ের বাসায় যাওয়ার কথা আছে।’

আর ঈদের ছবি নিয়ে বললেন, ‘অনিয়ম করে কলকাতার দুটি ছবি দেশের সব সিনেমা হল দখল করে বসে আছে। আমাদের দেশের একটি মাত্র ছবি মুক্তি পেয়েছে, তাও আবার কয়েকটি সিনেমা হলে। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে।’