চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একেই বলে রাজনৈতিক প্রতারণা

গত ২৩ আগস্ট এক আলোচনা সভায় কান্নায় ভেঙে পড়েন বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের চরম দুর্দশার কথা বলতে গিয়েই তিনি
কান্নায় ভেঙ্গে পড়েন। তবে যখন পেট্রোল বোমায় শত শত মানুষ পুড়ছিল; তখন তার মধ্যে এমন অনুতাপ দেখা যায়নি বলে সমালোচনা করেছেন কেউ কেউ। বলেছেন এটা কি শুধুই রাজনৈতিক প্রতারণা।

এ বিষয় নিয়েই সাংবাদিক আনিস আলমগীর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘দলীয় কর্মী রিকশা চালায় বক্তৃতায় বলতে বলতে বিএনপি মহাসচিব ফখরুল সাহেব কেঁদে দিলেন। সেই কান্নায় আমি কোনো ভণ্ডামি দেখেনি। অভিনয় ছিলো না। নিখাঁদ আন্তরিকতা ছিল।

কিন্তু যে আন্দোলন করে কর্মীদের এই হাল হলো, সেই পেট্রোল বোমার ভুল রাজনীতির জন্য কোনো অনুতাপ তার মাঝে দেখিনি। দেখিনি সে রাজনীতির শিকার হওয়া অগ্নিদগ্ধদের জন্য কোনো সহানুভূতি, কোনো অনুশোচনা।

একেই বলে রাজনৈতিক প্রতারণা।’