চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

একজন চলচ্চিত্রপ্রেমিককে হারালাম: শাবানা

নায়করাজ রাজ্জাকের মৃত্যুসংবাদ শুনে কান্না থামাতে পারছিলেন না চিত্রনায়িকা শাবানা। জানালেন, সম্প্রতি ঢাকায় রাজ্জাকের সঙ্গে তার দেখা হয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে। শুধু একবার কথা হয়েছিল। রাজ্জাক তার বাসায় যাওয়ার জন্য শাবানাকে দাওয়াত দেন। তখন শাবানা তাকে বলেছিলেন, আগামী ডিসেম্বর মাসে তিনি আবার দেশে আসবেন। তখন তার বাসায় গিয়ে সারাদিন থাকবেন, আড্ডা দেবেন। বললেন, ‘তা আর হলো না।’

কাজী জহির পরিচালিত ‘মধু মিলন’ (১৯৭০) ও ‘অবুঝ মন’ (১৯৭২) চলচ্চিত্রের মাধ্যমে রাজ্জাকের সঙ্গে জুটি গড়ে তোলেন শাবানা। রাজ্জাকের বিপরীতে ‘সখী তুমি কার’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথম ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

শাবানা এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে । সেখান থেকে সংবাদ মাধ্যমকে বললেন, ‘রাজ্জাক একজন গুণী অভিনেতা ছিলেন। তিনি ছিলেন আপদমস্তক চলচ্চিত্রের একজন মানুষ। চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে তিনি ভাবতেন। আমরা একজন চলচ্চিত্রপ্রেমিককে হারালাম।’