চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উন্মুক্ত বর্জ্যের স্তুপে ঢেকে গেছে সাভার

সাভার থেকে কালিয়াকৈর সড়কের পাশে কয়েকটি জায়গায় উন্মুক্ত বর্জ্য ফেলায় মারাত্মক পরিবেশ দূষণ হচ্ছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও যানবাহনের যাত্রীরা। উন্মুক্ত এ বর্জ্য থেকে উৎপন্ন গ্যাস একদিকে গরমের মাত্রা বাড়িয়ে দিচ্ছে অন্যদিকে নিঃসরিত তরল বর্জ্য লিচেটে ভূগর্ভস্ত পানি দূষণ করছে।

সাভার বাসস্ট্যান্ড থেকে শুরু, তবে বেশি সংখ্যক বর্জ্যের স্তুপ নবীনগর থেকে কালিয়াকৈর পর্যন্ত সড়কের পাশে। যে যেভাবে পারছে বর্জ্য নিয়ে এসে নিকটস্ত রাস্তার পাশে ফেলে যাচ্ছে। পরিচ্ছন্নকর্মীরাও ভ্যানে করে এনে ফেলছেন।

বাসা-বাড়ি, বাজার এমনকি শিল্প কারাখানার বর্জ্যও ফেলা হচ্ছে। এতে প্রাথমিকভাবে বায়ু দূষণের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং যানবাহনের যাত্রীরা।

বিশেষজ্ঞরা বলছেন, উন্মুক্ত এ বর্জ্য থেকে উৎপন্ন গ্যাস উষ্ণায়ন বাড়িয়ে দিচ্ছে। আর নিঃসরিত তরল পানি দূষণ করছে।

আধুনিক ইনসারেশন প্রযুক্তি এখনই আনতে না পারলেও সড়কের পাশ থেকে দ্রুত বর্জ্য সরিয়ে নেয়ার কথা বলছেন এ জনপ্রতিনিধি।

বর্জ্যরে পরিমাণ বাড়তে থাকায় রাস্তার ওপরও চলে আসছে, এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: