চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

উগান্ডায় প্রবাসী বাংলাদেশির উদ্যোগে মাছ চাষ

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় মাছ চাষ করে সাড়া ফেলেছেন প্রবাসী কয়েকজন বাংলাদেশি। একসময়ের পতিত জঙ্গলে মাছ চাষ করে তারা উন্মোচন করেছেন নতুন এক অর্থনৈতিক সম্ভাবনা। এর ফলে এতে আগ্রহী হচ্ছেন অনেকেই।

৯৩ হাজার ৬৫ বর্গমাইলের দেশ উগান্ডা, লোক সংখ্যা চার কোটির কম। প্রধান খাদ্য কলা আর সীমের বিচি। তারপরও প্রাণিজ আমিষের চাহিদার বড় অংশটি পূরণ হয় ভিক্টোরিয়া হ্রদের প্রাকৃতিক মাছ থেকে। সে কারণে মাছ চাষে তেমন আগ্রহ নেই স্থানীদের। সেখানে একের পর এক মাছের খামার গড়ে সাড়া জাগিয়েছেন প্রবাসী কয়েকজন। লাভজনক এই উদ্যোগের পথ দেখিয়েছেন সোহেল নামের এক তরুণ।

তাদের এই উদ্যোগের কারণে একসময়ের দিগন্ত জোড়া পতিত জঙ্গল এখন পরিণত হয়েছে চাষের এক বিস্তীর্ণ ক্ষেত্রে। নতুন এই বিপ্লবে যোগ দিয়েছেন অনেক প্রবাসী। শুরুটা হয়েছে মনোসেক্স তেলাপিয়া দিয়ে। পর্যায়ক্রমে আসবে অন্যান্য মাছও। আর মাছ চাষ, পরিচর্যাসহ সকল কাজে প্রযুক্তি ও কৌশল বাংলাদেশিদের কাছ থেকে শিখে নিচ্ছে উগান্ডার তৃণমূল জনগোষ্ঠী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: