চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শাহজালালে জরুরি অবতরণে বেঁচে গেলেন উড়োজাহাজের ১৩৬ যাত্রী

মালিন্দো এয়ারের একটি ফ্লাইট উইন্ডো ক্র্যাক করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

সোমবার বিকেলে বিমানটির জানালায় ফাটল দেখা দিলে মালয়েশিয়াগামী ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে। তবে এ ঘটনায় উড়োজাহাজের ১৩৬ যাত্রীর কোনও ক্ষতি হয়নি।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার দুপুর দুইটার দিকে ১৩৬ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে মালিন্দো এয়ারের ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে। আকাশে ওড়ার কিছু সময় পর উড়োজাহাজের উইন্ডো ক্র্যাক করে। এরপর ফ্লাইটটি মালয়েশিয়া না গিয়ে ঢাকায় জরুরি অবতরণ করে।

এয়ারপোর্ট আমর্ড পুলিশের সিনিয়র এএসপি জিয়াউল হক বলেন, মালয়েশিয়াগামী মালিন্দো এয়ারের ফ্লাইটটি উইন্ডো ক্র্যাক হওয়া ঢাকায় জরুরি অবতরণ করেছে।

মালিন্দো এয়ার জানিয়েছে, যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করা হবে।