চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঈদে রাজধানীর নিরাপত্তায় থাকবে অানসারের বিশেষ টিম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীজুড়ে শনিবার থেকে ঈদের তিন দিন পর্যন্ত নিরাপত্তা দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার বিশেষ ফোর্স এএসএফ। ঈদে ছিনতাই ও চুরি প্রতিরোধে রাজধানীর বিশেষ বিশেষ স্থানে তার কাজ করবেন।

এ উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে এক নিরাপত্তা মহড়া দেয়া হয়।

বিশেষ নিরাপত্তা মহড়ায় এএসএফ কমান্ডার সৈয়দ ইফতেখার আলী বলেন, আজ থেকে ঈদের তিন দিন পর্যন্ত রাজধানীতে নিরাপত্তা দেবে আনসারের বিশেষ টিম। নিরাপত্তার স্বার্থে এক প্লাটুন আনসার সদস্য সার্বক্ষণিক কাজ করবে। ঈদে ছিনতাই, চুরি ও মলম পার্টির দৌরাত্ম কমাতে আনসার সদস্যরা কাজ করবে।

তিনি আরও বলেন, এছাড়াও রাজধানীতে যদি কোন দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে রিজার্ভ ফোর্স সহায়তা করবে।

বিশেষ করে রাজধানীর জনবহুল এলাকা কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, মহাখালি বাস টার্মিনাল ও গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে সার্বক্ষনিক তাদের সদস্যরা নিয়োজিত থাকবে।