চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইস্যু সৃষ্টির জন্যই নির্বাচন কমিশনারদের পদত্যাগ চাচ্ছে বিএনপি: আব্দুর রাজ্জাক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ‘বিএনপি বলছে নির্বাচন কমিশন সঠিক হয়নি। নব গঠিত নির্বাচন কমিশনাররা এখনও শপথই নেয়নি, তার আগেই কমিশনারদের পদত্যাগ চাচ্ছে তারা।  ইস্যু সৃষ্টির জন্যই তারা নির্বাচন কমিশনের সবার পদত্যাগ চাচ্ছে।’

আজ শুক্রবার সন্ধায় টাঙ্গাইল শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসকন প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে ইয়ুথ  ফেস্টিভ্যাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আগামী ২০১৯ সালে দেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন: সাংবিধানিক দায়িত্ব থেকেই মহামান্য রাষ্ট্রপতি সকলের মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন করেছেন। অথচ বিএনপি সব সময় ইস্যু তৈরী করে দেশে অরাজকতা সৃষ্টি করে। বর্তমানে তারা  নব-গঠিত নির্বাচন কমিশনকে ইস্যু করছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য বারবার চেষ্টা করছে স্বাধীনতার পরাজিত শক্তি। এ শক্তির বিরুদ্ধে লড়াই করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসকন বাংলাদেশের সভাপতি শ্রীপাদ শুদ্ধসত্ত্ব গোবিন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, শ্রীশ্রী কালীবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সাহা, আওয়ামী লীগ নেতা তানভীর হাসান ছোট মনি, ইসকন বাংলাদেশের সাধারন সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র ব্রহ্মচারী, ইসকন টাঙ্গাইলের অধ্যক্ষ শ্রীধর দাস প্রমুখ।