চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক মারা গেছেন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকা মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

লাইফ সাপোর্টে থাকা ছায়েদুল হককে শনিবার সকাল ৮টার পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর তিনি এ বিশ্ববিদ্যালয়ের ২১১নং কেবিনে নিউরো মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, জটিল ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন।

মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তার নির্বাচনী এলাকা ছিল ব্রাহ্মণবাড়িয়া-০১।