চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইনিয়েস্তাকে নিয়ে বিভ্রান্তি কাটল?

আন্দ্রেস ইনিয়েস্তার চুক্তির ব্যাপারে সবুজ সংকেতের কথা বলেছিলেন ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। তার দাবি ইনিয়েস্তা নিজে অস্বীকার করায় দেখা দিয়েছিল চরম বিভ্রান্তি। তবে স্প্যানিশ মিডিয়া বলছে, ইনিয়েস্তা ইস্যুতে বিভ্রান্তিটা কেটে গেছে, দুপক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক।

স্পোর্ত পত্রিকা জানাচ্ছে, একটা ভাল কিছুর আশায় বৃহস্পতিবার বৈঠক করেছেন বার্তোমেউ ও ইনিয়েস্তা।

পত্রিকাটি আরও জানায়, ক্যারিয়ারটা বার্সেলোনাতেই কাটাতে চান ইনিয়েস্তা। আর ক্লাব সভাপতিও তাকে আজীবন চুক্তির প্রস্তাব দিতে পারেন। তবে চুক্তির বেশ কিছু বিষয় এখনও শেষ করতে হবে।

এক সাক্ষাতকারে স্প্যানিশ পত্রিকা মুন্ডো দেপোর্তিভোকে বার্তোমেউ বলেছিলেন, ‘আমরা ইতোমধ্যেই চুক্তি নবায়নের ব্যাপারে মৌলিক বিষয়গুলো নিয়ে ঐকমত্যে পৌঁছিয়েছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি চূড়ান্ত করার ব্যাপারে আমরা আশাবাদী।’

কিন্তু ক্লাব সভাপতির দাবি পরিষ্কারভাবে অস্বীকার করেন ইনিয়েস্তা। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক শব্দে ইনিয়েস্তার উত্তর ছিল- ’নো’।